কিছু লোক অাপনাকে মুখে বলে-কয়ে সব কিছু দিয়ে দিবে কিন্তু দিন শেষে হিসাব করলে দেখা যাবে সে/তিনি অাপনাকে কিছুই দেয় নি। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে অামরা নাটকের সাহায্য নিচ্ছি। দেখা হলে হ্যায়-হ্যালো কিন্তু তলে তলে ওই একি কথা এটা এখন দেয়া যাবে না।
যারা নাটক করে তাদের থেকে যারা এই নাটক দেখে তারা বেশি মজা পায় কারন দেখানোর জন্যই নাটক। মাঝে মাঝে নাটকের স্ক্রিপ্ট ভুলহয়ে যায়, যখন কাস্টমার বুঝতে পারে, তখন লোল ছাড়া মুখ থেকে অার কিছু বের হয় না, কারন নাটকটি ব্লাক লিষ্টে পড়ে গেছে, অাম-দুধ দেখিয়ে লাভ নেই।
একটা কথা অবশ্যই মনে রাখতে হবে অামরা কে, কখন, কোথায়, কি ভাবে ব্যবহার হচ্ছি এটা বলা যায় না, সো নাটক তৈরির অাগে স্ক্রিপ্ট রিভাইজ করে নিন। সবাই সব কিছু বুঝতে পারে কিন্তু প্রায় সময় বুঝেও না বোঝার ভান করে থাকে !! ভবিষ্যৎ এ কিছু ফেরত দেয়ার জন্য…. হা হা হা