একটি ছেলে তার বাবার সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিলো। ছেলেটি বাবাকে জিজ্ঞেস করল, ঘুড়িটি কিসের জোরে উপরে উঠছে। বাবা জবাব দিলেন সুতোর জোরে। ছেলে জবাব দিলেন কিন্তু বাবা সুতো তো ঘুড়িটিকে নিচের দিকে টেনে রেখেছে?? বাবা তখন ছেলেকে ভালো করে লক্ষ্য করতে বলে, বাবা সুতোটি ছিঁড়ে দিলেন। ঘুড়িটি কি হলো অবশ্যই মাটিতে নেমে এলো। জীবনের ক্ষেত্রেও একথা সত্য কখনো কখনো যা আমাদের নিচের দিকে টেনে নামাচ্ছে মনে হয় সেটিই কিন্তু আমদের উড়তে সাহাজ্য করছে।

জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্রুতগীমরা জেতে না।যখন আমরা অন্য মানুষের তোয়াক্কা করি না, আপনাকে ধরেই নিতে হবে, সেও আপনাকে তোয়াক্কা করে না। যে যেমন তার সাথে আমি তেমন। কখনো সুখ কখনো কান্না মজার ব্যপার হচ্ছে কোনটাই পারমানেন্ট না।

A boy was flying a kite with his father and asked him what kept the kite up. Dad replied, “The string.” The boy said, “Dad, it is the string that is holding the kite down.” The father asked his son to watch as he broke the string. Guess what happened to the kite? It came down. Isn’t that true in life? Sometimes the very things that we think are holding us down are the things that are helping us fly.

Life’s battles don’t always go to the stronger and faster man.When we don’t care about other people, we make a choice not to be cared for by other people. My attitude depend on you. Sometimes happiness, sometime tears funny matter none of are in Permanent

যা লিখেছি তার সব কিছুই শেখা এবং শিখছি!! মাত্র তো শুরু। আজকে নিউজ ফিডে যা দেখলাম, তা যেন সত্যিকার ভাবেই সকলের মনে বিরাজ করে। সকলকেই ভালোবাসি তবে বলা হয় না।