স্যোসাল মিডিয়ার কল্যানে জ্ঞানী মানুষের অভাব নেই। প্রতিনিয়ত তৈরি হচ্ছে মনীষি। আর বি-পজেটিভ খই ফোটে তাদের মুখে, বাস্তবিক বলে ভিন্ন কথা, বি এর ধারের কাছে নেই । আর থাকবেই বা কি করে এখানে পরিবারও একটি বিশেষ ভূমিকা পালন করে। কারন Values ও Ethics এর শুরটাই হয় পরিবার থেকে।

মূল্যবোধ – নৈতিকতা লঙ্ঘন করে শাস্তি পেতে না হলেও বিবেকের দংশনে দংশিত হতে হয়। ( এই সব করলে মনে শান্তি মেলে না, নেভার- এভার) । আর একটি জিনিস তেল দেয়া ব্যপরটা আজকাল কাজে আসে নাই, আপনি রাইট থাকলে ১০ বার পড়ে গেলেও উঠে দাড়াতে পারবেন, আর আপনি???

বি:দ্র: যা বলছি সবি স্টোরি থেকে নেয়া ( লাইফ বলি নাই- স্টোরির ব্যাখ্যা অারেক স্টাটাসে পাওয়া যাবে)