ভাগ্য সম্পর্কে লুকায়িত কয়েকটি সন্দেহ। আল ক্বাদা (আল্লাহর ইচ্ছা) মানে , এই বিশ্বজগতে যা কিছু ঘটে তার সবই আল্লাহর ইচ্ছা। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। তিনি ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করেন। আর ব্যক্তি মাত্রই নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে ,আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। আমার জন্য কি আছে আর কি নেই তা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আমার নিয়তি (তাকদীর) লাওহে-মাহফূযে লিপিবদ্ধ করে রেখেছেন । তিনি মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি প্রদান করেছেন এবং ভালো মন্দ বাছাইয়ের ক্ষমতাও প্রদান করেছেন। কারো প্রতি বিশ্বাস স্থাপন করা খুবি গুরুত্বপূর্ণ ই আমার জন্য আমি যা ভালো মনে করি তাই করবো আপনি যা ভালো মনে করেন , সেটাই আপনার জন্য মঙ্গল। ভালোবাসি তাই ভালোবেসে যাই এর বেশি কিছু বলার নাই।