ভালো লাগা যখন তখন হতেই পারে

ভালো লাগা যখন তখন হতেই পারে। কিন্তু ! এখন ভালো লাগাটাও ব্যালেন্স করে ভালো লাগাতে হবে। হুট করে বলে দিলেই হবে না। ছেলে/মেয়ের স্যাটাস এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতি জরুরি। বলতে পারেন , ভালো লাগা কি এ সব দেখে হয়. হয় না কিন্তু আসলেই যেটা হয় না সেটা হলো, দুজরেন গল্পটা আর একজনের হয় না। মেয়েদের এবং তার পরিবার চাই স্টাবল সম্পূন্ন মানুষ, মানি সিকোরিটির প্রবলেম নেই এবং তাদের হাতেই তারা মেয়ে তুলে দেয়।ভালোবাসি , ভালো লাগে তার আগে তো সেই স্টাটাস অর্জস করতে হবে… তার পর যা চাইবেন তাই পাইবেন। কেও আর রিজেক্ট করতে পারবে না , আপনিই উল্টা রিজেক্ট করে দিতে পারবেন। আর যার যার মনে খায়েস তারা বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। আর মনে রাখবেন উপর থেকে আপনি যার জন্য সেট হয়ে আছেন ঠিক তাকেই আপনি পাবেন, এক বিন্ধু নড়চর হবেনা।