প্রায় মানুষই বলে কেনো আল্লাহ সব সময় প্রার্থনার উত্তর দেয় না। কিন্তু সত্য যে, আল্লাহ সকল প্রার্থনার-ই উত্তর দেন। তবে সব প্রার্থনার উত্তর তত্ক্ষণাৎ হ্যা হবে এমটি আশা করা যাবে না। আমরা বেশি কিছূ পেতে চাই এবং তা হাতে পেলেই খূশি। আল্লাহ্ ও খুশি হন আমাদের প্রার্থনা মঞ্জুর করে আমাদে চাওয়া গুলো দিতে। স্বভাবতই হ্যাঁ উত্তর শুনতে আমরা অপেক্ষায় থাকি। প্রতিনিয়ত আমরা যা চাই সেটি যদি আমার কাছে বেষ্ট ও হয় তবু আমি নাও পেতে পারি কারন তিনি জানেন কি চাইছি আর কি আমার জন্য ভালো হবে। কোন কিছূ আল্লাহর কাছে চাইলে কোন না কোন ভাবে উত্তর আপনি পাবেন-ই। When you ask for something from Allah, be sure you are ready to receive his answer. তবে সেই চাওয়াটা বিকল্প ভাবেও হতে পারে। সকল কিছুই আল্লাহর পক্ষে সম্ভব।. প্রত্যেক সমস্যারি সমাধান করে দেন কোন না কোন ভাবে। আপনি যেমনটি উত্তর আশা করছে তা না পেতে পারেন। যে উত্তর শোনার জন্য আপনি অপেক্ষা করছেন আল্লাহ তা অবগত রয়েছেন, আপনার উত্তর সরাসরি পূরণ না করলেও আংশিক ভাবে হ্যাঁ বলবেন। The Allah is not slow about His/her promise, but some count slowness. Wait, While I (Allah) Prepare You for a Yes. Sometime, You do not have, because you do not ask. So, when you pray, submit every request to Allah, if he wills, may your prayer be granted.