“সুন্দর করে না বলা” বা “না একটি আর্ট”। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, যারা সবসময় অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করে, অন্যে কি মনে করবে না করবে তা ভাবে, তারা বেশি টেনশনে ভোগে। আমি কোন বিরিয়ানীর প্যাকেট নই যে সবাইকে খুশি করতে পারবো।কিছু কিছু ক্ষেত্রে না সরাসরি না বলে ফেলাই উচিত।আমি নিজেও সুন্দর করে না বলতে পারিনা।কিন্তু জীবনে পজিটিভ ডিপ্লোম্যাসির প্রয়োজনীয়তা অনেক।