ডিজাইন এর ধারা প্রথম যখন শুরু হয়, তার মতো কি এখন আর আছে। নেই … !! তবে আমরা কেনো পুরোনো ধারায় চলবো। আমাদেরও তো পরিবর্তন হতে হবে।

আজকাল কাস্টমার গদ-বাধা লেখা পড়তে চায় না। চায় নতুন ধারা। আর সেটাই বলা আছে বর্তমান ডিজাইন সেকশনে। ফোকাস অন দা রিডারর্স নিড এন্ড দেয়ার এক্সপেরিয়েন্স।

স্ট্রংলি ভাবে বোঝাতে বোল্ড করে আমরা পরীক্ষার ক্ষাতায় লিখি। (Bold version of a font makes the text stand out strongly, it needs to be used for highlighting important words, phrases and sections). এর সব কিছুই কাস্টমার এর জন্য এসেছে ডিজাইনার এর ডিজাইন মাখা হাত থেকে।

এখন কেও যদি বলে নিচের এ্যাড দেখে এটা হয় নাই, তাহলে কি হবে ? দুটা নেটওয়ার্ক দিয়ে এল বুঝিয়েছে, হয়ে গেলো #HELLO . Good art is a talent, Good design is a skill.

এটা লিখতে ৫ মিনিট সময় লেগেছে, তার আগে ৩০ মিমিনট নেট ঘাটতে হয়েছে। আসলে বর্তমান প্রেক্ষাপট কি বলে ? জানার ইচ্ছা থেকেই , শিখতে পারলাম কিছু।