Seed ( সিড) ফান্ডিং কি ?

Seed ( সিড) ফান্ডিং মূলত ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন হিসেবে ব্যবহার করা হয়। Seed ( সিড) ফান্ডিং এর মূলধনটা আসে কোম্পানি প্রতিষ্ঠাতার ব্যক্তিগত সম্পদ থেকে অথবা বন্ধু এবং পরিবার থেকে। অর্থের পরিমাণ সাধারণত অপেক্ষাকৃত ছোট থাকে কারন ব্যবসায়িক ধারণা বা প্রাথমিক পর্যায়ে থাকে। ভেঞ্চার সাধারনত একটি প্রাক আয় পর্যায় এবং Seed ( সিড) ক্যাপিটাল গবেষণা ও উন্নয়নের জন্য প্রয়োজন হয়, প্রাথমিক অপারেটিং খরচ যেমন পণ্য বা সেবা হতে উৎপাদিত আয় শুরু হওয়া পযর্ন্ত। শুধু মাত্র আইডিয়া নিয়ে ঘুরলেই হবে না এর পর কিছু প্রাথমিক কাজ কর্ম নিজেকেই করতে হবে। কারন ভেঞ্চার ক্যাপিটালিষ্টদের মনোযোগ আকর্ষণ করার জন্য।