উদ্যোক্তা হিসেবে ঝুঁকি শব্দটিকে ডাল-ভাত এর মতো মনে করতে হবে। শুধু মাত্র একটি আইডিয়া নিয়ে মাঠে নামলে হবে না এর সাম্ভব্য বিকল্প ধারাও আপনার লিষ্টে রাখতে হবে। তার কারনটি হলো যদি প্লান এ কাজে না আসে তাহলে প্লান বি চেষ্টা করতে হবে। এভাবে আপনার পরিকল্পনাকে সাজাতে হবে।
যেমন: ধরেন দুটি আলু – তিন জনের মধ্যে কি ভাবে বন্টন করবে। অবশ্যই আপনি বলবে কেটে বন্টন করবেন, যদি বলি ভর্তা করে বন্টন করে দেব, যদি বলি রান্না করে ভাগ করে দেব। আপনি যে ভাবেই বলেন না কেন, উদ্যোক্তা হিসেবে আপনি একটি জিনিস কে বিভিন্ন ভাবে পরিবর্তন আনতে পারবেন আপনার চেষ্টা দিয়ে। একটি প্রোডাক্ট কাস্টমারের কাছে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারবেন।