ফোনে কথা বলার সময় আমরা হ্যালো কেনো বলি? কেও হয়তো জানেন ! আর হ্যালোর সাথে ভালোবাসার সম্পর্ক কি? বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোনের আবিষ্কারক, হয়তবা তাকে আমরা ভুলে গেছি। তিনি প্রথম টেলিফোন আবিষ্কার করে পরীক্ষামূলক ভাবে তার ভালোবাসার মানুষ মার্গারেট হ্যালোকে দেয় এবং ফোন করে হ্যালো বলে। তখন থেকে আজ পযর্ন্ত গ্রাহামবেল কে ভুলে গেলেও তার ভালোবাসার মানুষকে কেও ভুলে নি আর ভুলবেও না। ভালোবাসা কখনো হারায় না, তবে বর্তমান সময়ের সাথে মিলাতে যাবেন না। বর্তমান সময়ের ভালোবাসা কমপ্লেক্স প্রকৃতির!! সে/তিনি বুঝতেই চায় না ভালোবাসা কি!!
Thank you: Alexander Graham Bell and your true love.