অাজ কাল কুমিরেরর হাসি দেখতে অার ইচ্ছা করে না। কুমিরের হাসি বলতে – কুমির হাসলো না কান্না করলো বোঝা যায় না। অামরা সাধারনত পেটনশিয়াল মানুষদেরকে চিনতে ভুল করি এবং তারা বেশি দিন অামাদের কাছে থাকতে পারে না, কারনটা হচ্ছে (পটেনশিয়াল) লোকদের অাশে পাশের পরিবেশ ভিন্ন প্রকৃতির। পটেনশিয়াল লোকেরা ১ লাফ দিয়ে ১০ তলায় উঠতে পছন্দ করে না, তারা ধীরে ধীরে উঠতে পছন্দ করে। পাখি ভাঙ্গা ডালে বসলেও পড়ে যাওয়ার ভয় করে না, সে জানে উড়তে পারবে। অামি যা অন্যকে অামি তাই মনে করি, কিন্তু কেন সে তো অামার চেয়ে বেটার ও হতে পারে। হা হা হা। চেন্জ এর কথা বলে অামরা মুখে খই ফুটাই।
বি:দ্র: বেশি দিন মানুষ বোবা থাকে না।

                     
                     

Leave a Reply