বিশুদ্ধ পানির অপর নাম জীবন।  প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করা খুবই জরুরি।ডাক্তার থেকে শুরু করে উপদেশ দাতারা অনেকেই বলে থাকেন একজন মানুষের দৈনিক ৫ থেকে ৬ লিটার পানি পান করা খুবই জরুরী।প্রয়োজনের তুলনায় কম পানি পান যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, শুনতে অদ্ভুত হলেও সত্যি যে অতিরিক্ত পানি পানের অভ্যেসও শরীরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।

টিডিএস মিটার – ড্রিংকিং ওয়াটার কোয়ালিটি টেস্টার।  TDS (Total Dissolved Solids) Machine . পানির মানের পরিমাপ নির্ণয় করার যন্ত্র। এই মেশিনটির বাজার মূল্য হাজার-১২শ টাকা হতে পারে এবং পানি পরীক্ষার জন্য লাগবে Water Testing Kits/ Water Electrolyzer (ওয়াটার ইলেক্ট্রোলাইজার)  এর দাম ১ হাজার টাকা হতে পারে। । টিডিএস এর পরিমান বেশি হওয়ার মানে হচ্ছে আয়রন ও মিনারেল এর পরিমান বেশি হওয়া। যদি টিডিএস এর রিডিং  ৮০ এর কম হয় তবে আমরা পানীয় পানি হিসেবে বিবেচনা করতে পারি।  কিছু বিশেষজ্ঞরা ৫০ রিডিং এর কম আদর্শ পানীয় জল হিসাবে সুপারিশ করেছে।
বিভিন্ন সোর্স থেকে টিডিএস এর পরিমানঃ
পিওর ওয়াটার – রিডিং ০ থেকে ৫
বোতল ওয়াটার – রিডিং ২৫ থেকে ৩৫
মিনারেল ওয়াটার রিডিং ৫০ থেকে ৮০
ট্যাপ ওয়াটার রিডিং ১০০ এর বেশি

ওয়াটার ইলেক্ট্রোলাইজার ব্যবহারের পর পানির রং অনুযায়ী অর্থঃ
(১) সবুজ: আর্সেনিক, ক্লোরোফর্ম, চার মিথাইল ক্লোরাইড, তামার অক্সাইড, লৌহঘটিত লোহা।
(২) নীল: ব্যাকটেরিয়া, ভাইরাস, অর্গানফোসফোরাস (রাসায়নিক সার, ডিটারজেন্ট এবং কীটনাশক), অ্যালুমিনিয়াম সালফেট।
(৩) লাল: Price of mercury, Ferric Iron.
(৪) হোয়াইট: লিড, দস্তা, বুধ, অ্যাসবেস্টস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম।
(৫) কালো: ভারি ধাতু (দস্তা, সীসা, বুধ, তামা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম)।
(৬) হলুদ: দ্রবীভূত অক্সিজেন, ট্রেস উপাদান, জৈব খনিজ।
নোটঃ তাই টিডিএস লেবেল কমানোর জন্য পানি পিউরিফায়ার লাগানো হলো। এতো দিন বেশি টিডিএসের পানি খেয়েছি, তার কি হবে ?? ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন।  

TDS Meter

Water Testing Kits
Water Electrolyzer
Total Dissolved Solids
Water Quality Measurement
Drinking Water Quality Tester
Digital TDS Meter with Temperature
Source:
https://goo.gl/2yaBd3
https://goo.gl/pg8zKL
https://goo.gl/1fq6jR
https://goo.gl/HuUw8j