সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা না করেই নিজেদের দক্ষতাকে মাটি চাপা দিয়ে দেই, আর বলে দেই আইনস্টাইন একজন ওই। এটি আমি নিজেই করতাম। কিন্তু আমারও কিছু করার মতো আছে। দ্যা জিনিয়াস ইন অল অফ আস, লেখক ডেভিড শ্যাংক। তার বইটিতে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যে, প্রতিভা হলো অদম্য ইচ্চা আর প্রচেষ্টার ফসল। তিনি বলেন জিনিয়াস হওয়ার জিন সবার মধ্যেই আছে। সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে আমাদের ভেতরের আলোটা বের হতে পারে না। বিনয় স্বপ্ন ইচ্ছা থাকলে যে কোন বয়সেই আপনি হতে পারেন বিশ্বখ্যাত প্রতিভার অধিকারি। আমি আপনি যে কিছু করতে পারবো, সে প্রমান দিয়েই পৃথিবীতে এসেছি। সো করে , আরেক জন এর টা দেখবেন বলে বসে না থেকে করে দেখান।! লেখা পড়ে অনুপ্রানিত!!