নিজের ভালোলাগা কাজটি খুজে বের করা Vs. ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করা
আমরা পৃথিবীতে এসেছি লিমিটেড সময় নিয়ে কেও ব্যবহার হয় প্রিপেইড কার্ড এর মতো কেও বা পোষ্টপ্রেইড এর মতো। যে ভাবেই হোক দুটি সিস্টেম-ই সীমাত। মানে আমাদের সময় খুবি কম কিছূ করার জন্য। নিজেকে অন্যন্যের হাতে তুলে না দিয়ে নিজে কিছু করি, নিজের মন যা বলে যা করতে ভালো লাগে।
জীবনে বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই আর এই বিচ্ছিন্ন ঘটনাগুলো একসাথে একটি ছকে পরিনত হবে যা আপনাকে অর্থবহ জিনিস হিসেবে উপহার দিবে।আর একই সাথে উপভোগ করবেন কখনো রোমান্টিক আবার কথনো উদাসিন।
ভালোবাসার মানুষটিকে যে ভাবে খুঁজে বের করি ঠিক সে ভাবে ভালো লাগা কাজটি খুজে বের করতে হবে। আর এটাই হবে আপনার ক্যারিয়ার প্লানিং এর একটি বড় অংশ কারন কাজের মধ্যে আপনাকে অধিকাংশ সময় ব্যয় করতে হবে।
এটা ধরেই নিতে হবে আমার কিছু হারানোর ভয় আছে এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের বাসিন্দা হয়ে। যারা স্বর্গে যাবে তারাও মরতে চায়না। কিন্তু নতুন প্রজন্মের জন্য আমাদেরও একদিন চলে যেতে হবে।
সারমর্ম: কিছু একটা করতে হবে সময় হাতে খুবি কম