সফল ই তো হতে চাই কিন্তু তার আগে ব্যর্থ হতে দিন। থমাস এডিসন ১০০০ বার চেষ্টা করেছেন কিন্তু বাল্ব জ্বালাতে পারে নি। তিনি আবিষ্কার করেছেন ১০০০ ভাবে কোন বাল্ব তৈরি করা যাবে না। পুরষ্কারের আশায় কাজ করলে কাজ আর কাজের মতো হবে না। আপনার বেশি শ্রোতার দারকার নেই ভালো কাজ করে যান , সাফল্য আপনা থেকেই আসবে।আমি সফল হলে অন্যরা আমাকে নিয়ে  অনুষ্ঠান করবে কিন্তু আমি ব্যর্থ হলে আমি ছাড়া সান্তনা দেয়ার কেও থাকবে না। তাই আমি ব্যর্থ গুলো উদযাপন করবো।
উন্নতি হবে কি করে ? যে কথা গুলো না বললেই নয়। নিজের ডিপার্টমেন্ট রেখে অন্যের ডিপার্টমেন্ট খোচাঁনো আমাদের জীবনের অংশ বিশেষ হয়ে গেছে। যেমন: ক্রিকেটে আমি অল-রাউন্ডা তার মানে কি এই অামাকে দিয়ে ফুটবল হবে ? জীবনেও হবে না কারন আমি তো সুপার জিনিয়াস নই ? বিভিন্ন প্রতিষ্ঠানে তাই ই দেখা যায়।