র্যাগ ডে আসলে কি? গুগলের সাহায্যে ইতিহাস ঘেঁটে যতদূর জানা যায়, এটা আসলে গ্রিক কালচার। সপ্তম-অষ্টম শতকে খেলার মাঠে টিম স্পিরিট নিয়ে আসার জন্য রেগিংয়ের প্রচলন শুরু হয়। রেগ শব্দটি মূলত ইংরেজি রেগিং থেকেই এসেছে। আর ইউরোপে এর প্রচলন ঘটে অষ্টম শতকের মাঝামাঝি। ১৮২৮-১৮৪৫ সালের দিকে রেগ সপ্তাহের প্রচলন ঘটে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। মূলত রেগ ডে হচ্ছে নতুন ছাত্র – ছাত্রীদের সঙ্গে আনন্দের মাধ্যমে পরিচয় হয়ে তাদের সংকোচ কাটিয়ে ওঠার দিন; কিন্তু আদৌ কি তা হচ্ছে?